TOP BANGLA WEBSITE

WHAT'S NEW?
Loading...

৩০০ মানুষের সামনেই নগ্ন হয়ে যা করলেন এশা!

esha-gupta-22a
নগ্নতা যেন বলিউডে এখন একটি স্টাইল পরিণত হয়েছে। আর তারই ধারাবাহিকতায় এবার ৩০০ মানুষের সামনে নগ্ন হলেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা।
বিভিন্ন সুত্র থেকে জানা যায় বিক্রম ভাট পরিচালিত ‘রাজ-৩’ ছবির শুটিং সেটে ৩০০ মানুষের সামনেই কাপড় খুলে নগ্ন হয়ে শট দেন।
এ দিকে আবার শোনা যাচ্ছে ছবির পরিচালক বিক্রম ভাট এশাকে বলেছিলেন শর্টটি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু চরিত্রের প্রয়োজনে সবকিছু করতে রাজি এশা তাই সে নিজ ইচ্ছাতেই বলতে গেলে শর্টটি দেন। এবং ঠিকই নগ্ন হয়ে শট শেষ করেন এশা।
ভারতীয় গণমাধ্যমকে এশা জানিয়েছেন তার চরিত্রটি ছিলো সেক্সি গাউন পরে একটি পার্টিতে অংশ নেওয়া। আর সে পার্টিতে ভূতেরা তাকে হাউ মাউ করে তার শরীরের উপর হামলা করলে নিজের প্রাণ বাঁচাতে আর্তনাদ করার এক পর্যায়ে কাপড় খুলে দৌড়ে বেরিয়ে পড়া।
এশা আরও জানিয়েছেন, ‘এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং মুহূর্ত ছিলো কারণ ঐ দৃশ্যে অভিনয় করার সময় শুটিং স্পটে বানানো পার্টিতে প্রায় ৩০০ লোক ছিলো।’

0 comments:

Post a Comment